শুধু ১০৮ - বার জপ করলে কি করে এগুনো যাবে ? বেশি জপ করতে হবে। II জপ মানে কি? II মন্ত্র মানে কি?

1) What does japa mean? ,2) What is the meaning of mantra?
1) জপ মানে কি?
ঈশ্বরের কোন বিশেষ মূর্তি যিনি আমার ইষ্ট দেবতা তাঁর নাম বা মন্ত্র পুনঃ পুনঃ আবৃত্তি করার নাম জপ ।
2) মন্ত্র মানে কি?
যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবৎ পাদপদ্মে ধরে রাখে।
আর বীজ মন্ত্র হচ্ছে ---
- ** যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবদ্দর্শনের দিকে নিয়ে যাবে।
- *** সেইজন্যই জপ করাটাই হচ্ছে মুখ্য জিনিস । জপের ভিতর যে বীজমন্ত্র তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে।
- *** জপ না করলে সেই শক্তির স্ফূরণ হবে না।
- *** সেইজন্য শুধু ১০৮ - বার জপ করলে কি করে এগুনো যাবে ? বেশি জপ করতে হবে। কিন্তু অনেকেরই হয়তো সংসারের নানা কাজের জন্য বেশি সময় থাকে না । তাদের জন্য বলা হয়েছে , সবসময় তোমরা মনে মনে জপ কর । তোমাদের কাজকর্মের ভিতরে মনে মনে জপ কর। আমাদের সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিতে হবে । মনে মনে স্মরণ করতে হবে । এটা যদি করতে পার , তবে কম সময়ের জন্য জপ করলেও পূরণ হয়ে যাবে।
- *** দীক্ষা নিয়ে ১০৮ বার জপ করব, তার জন্য দীক্ষা নয়। তোমাদের জপ করতে হবে সবসময় । এছাড়া আর একটা জিনিস হচ্ছে আমরা যতই ধর্মজীবন যাপন করি , আমাদের সংসারের প্রতি টান থাকে । তাহলে বেশি এগুনো যাবে না । আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে। বৈরাগ্য অবলম্বন করতে গেলেই প্রথমে বিচার করতে হবে। বিচার করে আমরা দেখব
- *** সংসারের কোন কিছুই স্হায়ী নয়, সবই নশ্বর । অতএব যিনি সর্বদা আছেন সেই ভগবানকে আমাদের পেতে হবে।
- *** যখন মনে এই ভাবটি ওঠে , তখনই আমাদের ধর্ম জীবনের পক্ষে সুবিধা ।
- **** সংসারে তিনটি জিনিস দুর্লভ । সেই তিনটি জিনিস হচ্ছে --- মনুষ্যজন্ম , ভগবান লাভ করার ইচ্ছা ,, আর মহাপুরুষের সঙ্গ । আমাদের সকলের মনুষ্যজন্ম তো হয়েছেই , আশা করি, আমাদের সকলেরই ভগবান লাভ করার ইচ্ছাও আছে।
- *** যাঁরা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেননি , তাঁরা কথামৃত পড়লে ঠিক সেই মহাপুরুষসঙ্গ , সাধুসঙ্গ পাবেন । যদি ধীর ভাবে কেউ কথামৃত পড়ে কোন একটা দিনের ঘটনাকে ধ্যান করে , তবে সে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাবে ঠাকুরের ঘরে , আর ধ্যানে বসে সে ঠাকুরের কথাই শুনবে। ঠিক এইভাবে চিন্তা করতে হবে। এই ভাবে যদি হয় তবেই সাধুসঙ্গ হয়ে গেল।
- **** রাজা মহারাজ বলতেন , " তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি আমি।
- রোজ কথামৃত পড়লে সংসারের যা ঝামেলা , সংসারের দিকে আসক্তি , এসব আস্তে আস্তে কমে যাবে। আর ভগবানলাভের জন্য মনে খুব তীব্র ইচ্ছা হবে ।" -------
স্বামী বীরেশ্বরানন্দজী
No comments