Header Ads

ব্রাহ্মণ্যবাদি কুসংস্কার, মানব সভ্যতার লজ্জা! ও বিশ্বাসের ভাইরাস!



ব্রাহ্মণ্যবাদি কুসংস্কার, মানব সভ্যতার লজ্জা! ও বিশ্বাসের ভাইরাস!

ব্রাহ্মণ্যবাদি কুসংস্কার, 
মানব সভ্যতার লজ্জা! 
ও বিশ্বাসের ভাইরাস! 
ভারতের দক্ষিণ কর্নাটক কুক্ষ সুভ্রামান্যয়া মন্দিরে প্রতিবছর নভেম্বর ডিসেম্বরে তিন দিন ব্যাপী 'মাদে স্নান' নামক এক উৎসব পালিত হয়।
 হিন্দু ব্রাহ্মণেরা কলাপাতায় খাবার খেয়ে উঠে গেলে,
 নিম্নবর্ণের হিন্দুরা সেই উচ্ছিষ্ট খাবারে গড়াগড়ি খায়।
 তারা বিশ্বাস করে যে উচ্চ বর্ণের হিন্দুদের এঁটো খাবারে গড়াগড়ি খেলে তাদের চর্মরোগ ভাল হয়,
 নিঃসন্তানেরা সন্তান লাভ সহ আরো অনেক পুণ্যলাভ হয়ে থাকে।
 প্রতি বছর প্রায় ৩৫,০০০ নিম্নবর্ণের হিন্দু এই স্নানোৎসবে অংশগ্রহণ করে থাকে। 
১৯৭৯ সালে হাইকোর্টের রায়ে ''মাদে স্নান " বিলোপ করা হয়েছিল, 
কিন্তু ভক্তদের প্রতিবাদে শীঘ্রই তা পুনর্বহাল করা হয়।

No comments

Powered by Blogger.