Header Ads

শ্রীশ্রীজগদ্ধাত্রী পুজা II জগদ্ধাত্রীরূপের মানে জানো ? II শ্রীরামকৃষ্ণ



শ্রীশ্রীজগদ্ধাত্রী পুজা
শ্রীশ্রীজগদ্ধাত্রী পুজা

শ্রীশ্রীজগদ্ধাত্রী পুজা

******************

শ্রীরামকৃষ্ণ -- ( মাস্টারের প্রতি) ঈশ্বরীয় রূপ মানতে হয় । জগদ্ধাত্রীরূপের মানে জানো ? 
যিনি  জগৎকে ধারণ করে আছেন । তিনি না ধরলে,  তিনি না পালন করলে জগৎ পড়ে যায়,  নষ্ট হয়ে যায় ।
মনকরীকে যে বশ করতে পারে,  তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন ।
রাখাল -- " মন মত্ত করী।"
শ্রীরামকৃষ্ণ -- সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে ।
Sri Ramakrishna

Sri Ramakrishna

                                              -----:-----



*** সিংহ রজঃ গুনের প্রতীক (করী মানে-- হাতী, মত্ত -- ক্ষিপ্ত) হাতী তম গুনের আর  মা হলেন সত্ত্ব প্রধানা কিন্তু ত্রিগুনময়ী গুনাতীতা । শক্তি ও বীর্য প্রকাশের দ্বারা  তম গুনকে দমন ও নিগ্রহ করলে তবে সত্ত্ব গুনের প্রকাশ । ইন্দ্রিয়ের রাজা মনকে বশ অথাৎ নিয়ন্ত্রণ ও একাগ্রহ করতে পারলে তবে
হৃদয় মন্দিরে মা প্রতিষ্ঠিত ও প্রকাশিত হন । তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাঁকে প্রসন্ন করতে হয় । তিনি জগৎকে মুগ্ধ করে সৃষ্টি  স্থিতি  প্রলয় করছেন ।  তাঁকে প্রসন্ন করবার জন্য নানা ভাবে এই পূজার আয়োজন ।
read more


No comments

Powered by Blogger.