" কেন, তারই জুতো নিয়ে তাকে মারলুম
![]() |
|
SRI
RAMAKRISHNA
|
কিন্তু ঠাকুরের নিন্দা শুনিলে এই দীনের দীন ব্যক্তিটিও অগ্নিমূর্তি হইতেন ৷
নাগ মহাশয় সহজে বিচলিত হইতেন না ৷ কিন্তু ঠাকুরের নিন্দা শুনিলে এই দীনের দীন ব্যক্তিটিও অগ্নিমূর্তি হইতেন ৷
একবার দেওভোগের এক প্রতিষ্ঠাবান ব্যক্তি নাগগৃহে আসিয়া ঠাকুরের নিন্দা করিতে থাকিলে নাগ মহাশয় প্রথমে তাঁহাকে ভদ্রভাবে থামাইতে চেষ্টা করিলেন ৷
কিন্তু ঐ ব্যক্তির সুর ক্রমেই উচ্চ পরদায় উঠিতে থাকিলে অবশেষে তাঁহার পৃষ্ঠে পাদুকাঘাত করিয়া বলিলেন, "বোরোও শালা এখান থেকে, এখানে বসে ঠাকুরের নিন্দা ! "
লোকটি শাসাইয়া গেল যে, সে ইহার প্রতিশোধ লইবে ৷ কার্যত সে ঐরূপ না করিয়া নিজের ভুল বুঝিয়া কয়েকদিন পরে তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিলে তিনি জল হইয়া গেলেন ৷ গিরিশবাবু ঘটনাটি শুনিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন,
" আপনি তো জুতো পরেন না, তবে জুতো পেলেন কোথায় ? "
নাগ মহাশয় উত্তর দিলেন, " কেন, তারই জুতো নিয়ে তাকে মারলুম ৷
ঠাকুরের মঠের নিন্দাও তিনি সহ্য করিতে পারিতেন না ৷ একবার নৌকাযোগে বেলুড়ের সন্নিকটে আসিয়া তিনি মঠের উদ্দেশে প্রণাম করিতে থাকিলে আরোহী এক ব্যক্তি অকথ্যভাবে মঠের নিন্দা আরম্ভ করিল ৷ তিনিও অমনি অগ্নিশর্মা হইয়া তাঁহার সম্মুখে বৃদ্ধাঙ্গুষ্ঠদ্বয় ঘুরাইয়া দৃঢ়স্বরে জানাইয়া দিলেন যে, ভোগে লিপ্ত সামান্য গৃহীর পক্ষে না জানিয়া এইভাবে সাধুনিন্দা করা অতি গর্হিত ! অবস্থা দেখিয়া সেই আরোহী সেখানেই নৌকা থামাইয়া নামিয়া পড়িল ৷
স্বামী গম্ভীরানন্দ

No comments