Header Ads

থাইরয়েড হরমোনের কাজ, থাইরয়েড সমস্যার লক্ষণ ও থাইরয়েড থেকে বাঁচার সহজ টিপস


               

থাইরয়েড হরমোনের কাজ, থাইরয়েড সমস্যার লক্ষণ ও থাইরয়েড থেকে বাঁচার কয়েকটি সহজ টিপস - থাইরয়েডে সমস্যা বর্তমান সময়ে একটি বড় সমস্যা। থাইরয়েডের রোগের লক্ষণ ও থাইরয়েড উপসর্গ গুলো নিয়ে আমরা সবাই চিন্তিত হয়ে পরি। মেয়েদের থাইরয়েড সমস্যা বেশি হয়ে থাকে। তাই থাইরয়েড কি, থাইরয়েড হরমোনের কাজ, থাইরয়েড থেকে বাঁচার উপায় বা থাইরয়েড রোগের প্রতিকার, থাইরয়েড সমস্যার লক্ষণ, থাইরয়েড সমস্যা সমাধান, থাইরয়েড কেন হয়, থাইরয়েড রোগের ঔষধ, থাইরয়েড রোগের চিকিৎসা, থাইরয়েড থেকে মুক্তির উপায় গুলো নিয়ে এই ভিডিও টি। থাইরয়েডে কার্যগত সমস্যা দুই রকমের হয়ে থাকে তা হল হাইপারথাইরয়ডিজম ও হাইপোথাইরয়ডিজম। হাইপারথাইরয়ডিজমে থাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে ও হাইপোথাইরয়ডিজমে থাইরয়েড গ্ল্যান্ড কাজ করেনা। থাইরয়েড সমস্যার উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে অস্পষ্ট থাকে, কিন্তু আপনি যদি ভিডিওতে দেখানো উপসর্গের এক বা একাধিক উপসর্গ দীর্ঘদিন ধরে লক্ষ্য করেন, তাহলে আপনার হরমোনের মাত্রা সম্পর্কে জানতে সাধারণ রক্ত পরীক্ষার করতে হবে ও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। This is a Bangla health tips for Thyroid problem. This video you can find thyroid symptoms, thyroid cancer symptoms, thyroid cancer treatment, thyroid problems in Bengali.

No comments

Powered by Blogger.